সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি – How Start Social Media Marketing Job 2024

সোশ্যাল মিডিয়া মার্কেটিং হলো সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ভাবে মার্কেটিং করা এর মধ্যে রয়েছে অরগানিক মার্কেটিং এবং পেইড মার্কেটিং। বর্তমানে অর্থাৎ ২০২৪ সালে মানুষের জীবনে সোশ্যাল মিডিয়া একটি গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে উঠেছে । সোশ্যাল মিডিয়ার ভুমিকা মানুষের জীবনে অনেক বেশি তাই ২০২৪ সালে এসে মার্কেটিং জগতে বিশাল বিপ্লব ঘটিয়েছে সোশ্যাল মিডিয়া । সোশ্যাল মিডিয়া বলতে আমাদের চোখে ভেসে ওঠে ফেসবুক, টুইটার, লিঙ্কেডিন, ইন্সতাগ্রাম ও থ্রেদস, । বাংলাদেশের প্রেক্ষাপটে ফেসবুক এবং ইন্সতাগ্রাম এর ইউজার অনেক বেশি তাই আমাদের মার্কেটিং করার ক্ষেত্রে ফেসবুক এবং ইন্সতাগ্রাম অত্যান্ত গুরুত্বপূর্ণ ।
Social Media বলতে কি বুঝায়
সোশ্যাল মিডিয়া হলো এমন একটি প্লাটফর্ম যেখানে ব্যাবহারকারিরা নিজেদের মধ্যে নেটওয়ার্ক গড়ে তুলতে পারে । এখানে ইন্দিভিসুয়াল এবং গ্রুপিং করার মাধ্যমে ইনফরমেশনের আদান প্রদান ঘটে যা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্ব বহন করে । বর্তমান সময়ে অনেক গুলো সোশ্যাল মিডিয়ার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য
Rank | Social Media Platform | Monthly Active Users (in millions) |
---|---|---|
1 | 3,000 | |
2 | YouTube | 2,800 |
3 | 2,700 | |
4 | 2,600 | |
5 | 1,300 | |
6 | TikTok | 1,100 |
7 | Snapchat | 800 |
8 | Telegram | 700 |
9 | X (formerly Twitter) | 650 |
10 | 600 |
ফেসবুকঃ ফেসবুক মেটা মালিকানাধীন একটি সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম । ফেসবুক সবচেয়ে বেশি ব্যাবহারকারী সোশ্যাল মিডিয়ার মধ্যে অন্যতম এতে ৩ বিলিয়ন বা ৩০০ কোটিরও বেশি ব্যাবহারকারী রয়েছে ।
টুইটারঃ টুইটার (বর্তমান নাম X ) একটি মাইক্রো ব্লগ শেয়ারিং ওয়েবসাইট যেখানে মানুষ টুইট, রেটুইট, ট্রেন্ডিং এর মত ফিচার ব্যাবহার করতে পারে । ২০২২ সালে টেসলা এবং স্পেস এক্স এর সিইও ইলন মাস্ক টুইটার কিনে নেন । এই প্লাটফর্মে প্রায় ৫৫ কোটি (৫৫০ মিলিয়ন) ব্যাবহারকারী রয়েছে । এটি মার্কেটিং এর জন্যে অন্যতম ভালো প্লাটফর্ম হিসেবে বিবেচিত হয়
ইন্সটাগ্রামঃ এটিও মেটা মালিকানাধীন একটি সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম যেটি ছবি শেয়ারিং এর জন্যে বিখ্যাত । ইন্সটাগ্রাম-এর মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা প্রায় ২.৫ বিলিয়ন বা ২৫০ কোটিরও বেশি
লিঙ্কেডিনঃ মাইক্রোসফট এর মালিকানাধীন একটি প্রফেশনাল সোশ্যাল মিডিয়া যেখানে বিভিন্ন প্রফেশনালরা তাদের প্রফেশনাল লাইফের জন্য ব্যাবহার করে থাকে । এর মধ্যে রয়েছে বিভিন্ন কোম্পানির সিইও, মার্কেটিং এইচ আর এবং কর্মী ।
সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর গুরুত্ব
বর্তমান সময়কে ডিজিটাল যুগ হিসেবে আখ্যায়িত করা হয় তাই ২০২৪ সালে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর বিকল্প নাই । ট্র্যাডিশনাল মার্কেটিং এর সাথে সাথে ডিজিটাল মার্কেটিং ও বিক্রয় করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে । এমনকি সধুমাত্র অনলাইন ভিত্তিক বিভন্ন কোম্পানি গড়ে উঠছে এতে করে তাদের একমাত্র মার্কেটিং এর যায়গা হলো ডিজিটাল মার্কেটিং ।
Social Media Marketing Bangla
কিভাবে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে পারি এবার তা দেখে নেওয়া যাক । যে কোন সোশ্যাল মিডিয়াতে আমরা ২ ভাবে আমাদের পণ্যের কিনবা পরিষেবার প্রচার করতে পারি
- অর্গানিক (Organic Marketing)
- পেইড মার্কেটিং (Paid Marketing)
অর্গানিক মার্কেটিং হলো বিনা মুল্যে কৌশলে সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করা যা একটু লম্বা সময়ের জন্য হয়ে থাকে । এক্ষেত্রে টার্গেট ঠিক রেখে কনটেন্ট ক্রিয়েশন করা এছাড়াও প্রথমে ফলোয়ার এবং এনগেজমেন্ট তৈরি, কমিউনিটি বিল্ডিং ইত্যাদি করা হয়ে থাকে ।
পেইড মার্কেটিং হলো টাকা খরচের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে মানুষের কাছে বিজ্ঞাপন পৌঁছানোর কৌশল যেখানে পেজ/প্রোফাইল , পোস্ট প্রমোট করা যায় এবং নির্দিষ্ট কোন পণ্য বা সার্ভিসের প্রচার করা হয়ে থাকে ।
Free Social Media Marketing Course
২০২৪ সালে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর গুরুত্ব অনেক বেশি এর মাধ্যমে আপনি আপনার ক্যারিয়ার করতে পারেন । এক্ষেত্রে আপনি নিজের ব্যাবসার মার্কেটিং, বিভিন্ন মার্কেটিং কোম্পানিতে চাকরি এবং ঘরে বসে ফ্রিলান্সিং ও করতে পারেন । সোশ্যাল মিডিয়া মার্কেটিং শেখার ক্ষেত্রে অনলাইনে অনেক ফ্রি কোর্স রয়েছে । নিচে লিঙ্ক সহ আলোচনা করা হলো ।
Meta Blueprint (by Facebook): ফেসবুক সহ মেটার আরও প্লাটফর্মের মার্কেটিং শিখুন মেটা করতিক বানানো ফ্রি কোর্স থেকে
Meta Blueprint কোর্স লিঙ্কঃ Meta Blueprint: Free online training for advertising on Facebook | Meta for Business
Google Digital Garage: Fundamentals of Digital Marketing: এছাড়াও গুগলের ফ্রি কোর্স থেকে ডিজিটাল মার্কেটিং কোর্স করতে পারেন এবং কোর্স শেষে একটি গুগল এর সার্টিফিকেট পেতে পারেন ।
Google Digital Garage কোর্স লিঙ্কঃ Fundamentals of digital marketing : Google (exceedlms.com)
HubSpot Academy’s Social Media: এছাড়াও হাবস্পত থেকে ফ্রি সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখতে পারেন এবং সার্টিফিকেট অর্জন করতে পারেন ।
কোর্স লিঙ্কঃ Free Social Media Marketing Certification Course (2024) (emarketinginstitute.org)
এছাড়াও আপনি ওস্তাদ থেকে ফ্রি তে ডিজিটাল মার্কেটিং কোর্সটি করতে পারেন
কোর্স লিঙ্কঃ Fundamentals of Digital Marketing | Ostad
কিভাবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে আয় করবেন ?
সোশ্যাল মিডিয়া মার্কেটিং শেখার পরে আপনি দেশ এবং দেশের বাইরের কোম্পানি গুলো চাকরি খুজতে পারেন এবং নির্দিষ্ট মাসিক বেতনে কাজ শুরু করতে পারেন । কিভাবে চাকরি খুজবেন ?
দেশের মধ্যে চাকরি খোঁজার ক্ষেত্রে আপনি বিডিজবস, লিঙ্কেডিন, সম্ভব, অ্যাপে চাকরি খুজতে পারেন । এছাড়াও সোশ্যাল মিডিয়াতেও চাকরি খুজতে পারেন যেমন ফেসবুক, টুইটার ইত্যাদি।
বিদেশে চাকরি খোঁজার ক্ষেত্রে আপনি লিঙ্কেডিন, ফ্লেক্সজব, গ্লাসডোর সহ বিভিন্ন বিশ্ববিখ্যাত প্লাটফর্ম রয়েছে যার মাধ্যমে চাকরি পেতে পারেন।