বাংলাদেশ পোস্ট অফিস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ – ডাক বিভাগে বড় নিয়োগ

0
Dak bivag niyog biggopti 2025

বাংলাদেশ ডাক বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়, দক্ষিণাঞ্চল, খুলনা ও এর অধীনস্থ দপ্তরসমূহে মোট ২৫ ক্যাটাগরির ৫০৪টি শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে কর্মী নিয়োগ দেওয়া হবে। চাকরির পদের মধ্যে রয়েছে স্টেনোটাইপিস্ট, উচ্চমান সহকারী, টেকনিশিয়ান, পোস্টাল অপারেটর, ড্রাইভার, পোস্টম্যান, মেইল ক্যারিয়ারসহ অন্যান্য। ১৪তম থেকে ২০তম গ্রেডে এই পদগুলোতে আবেদনের শেষ তারিখ ২০ মার্চ ২০২৫। অনলাইনে আবেদন করতে হবে এবং টেলিটকের মাধ্যমে ফি জমা দিতে হবে। ডাক বিভাগের এই নিয়োগে অংশ নিতে যোগ্যতা, বয়সসীমা ও অন্যান্য শর্তাবলি নিচে দেওয়া হলো।

বাংলাদেশ ডাক বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি – Summary
প্রতিষ্ঠানের নামঃপোস্টমাস্টার জেনারেলের কার্যালয়, দক্ষিণাঞ্চল, খুলনা
প্রতিষ্ঠানের ধরনঃসরকারি প্রতিষ্ঠান
চাকরির পদের নামঃ ২৫ ধরনের পদ (বিস্তারিত নিচে উল্লেখিত)
ব্যাচঃ
পদের সংখ্যাঃ৫০৪ জন
চাকরির স্থানঃখুলনা ও প্রশাসনাধীন বিভিন্ন অফিস
আবেদন শুরু তারিখঃ২৫ ফেব্রুয়ারি ২০২৫
আবেদনের শেষ তারিখঃ ২০ মার্চ ২০২৫ (বিকেল ৫টা পর্যন্ত)
আবেদন যোগ্যতাঃ পদভেদে এসএসসি থেকে স্নাতক ডিগ্রি (বিস্তারিত নিচে)
বেতন গ্রেডঃ ১৪তম থেকে ২০তম গ্রেড
আবেদনের খরচঃ ১১২ টাকা / ৫৬ টাকা (পদ অনুযায়ী)
বয়স সীমাঃ১৮–৩২ বছর (২৫ ফেব্রুয়ারি ২০২৫ অনুযায়ী)
অফিসিয়াল ওয়েবসাইটঃhttps://www.bdpost.gov.bd/
ডাক বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত টেবিল

Dak Bivag Job Circular 2025

পোস্ট অফিস এ চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে এই আরটিকেলের নিচে দেওয়া পিডিএফ ডাউনলোড করুন ।

ডাক বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি

১. পদের নামঃ সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর (স্টেনোটাইপিস্ট)
গ্রেডঃ
১৪

পদ সংখ্যাঃ ০৩

বেতন স্কেলঃ ১০,২০০–২৪,৬৮০ টাকা

শিক্ষাগত যোগ্যতাঃ

  • স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণি/সিজিপিএ-সহ স্নাতক ডিগ্রি।
  • সাঁটলিপিতে ইংরেজিতে ৭০ শব্দ/মিনিট ও বাংলায় ৪৫ শব্দ/মিনিট গতি।
  • কম্পিউটারে টাইপিং গতি: ইংরেজি ৩০ ও বাংলা ২৫ শব্দ/মিনিট।
  • কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা।

২. পদের নামঃ উচ্চমান সহকারী
গ্রেডঃ
১৪

পদ সংখ্যাঃ ০৫

বেতন স্কেলঃ ১০,২০০–২৪,৬৮০ টাকা

যোগ্যতাঃ

স্নাতক ডিগ্রি (দ্বিতীয় শ্রেণি/সিজিপিএ)।

কম্পিউটারে ইংরেজি ৩০ ও বাংলা ২৫ শব্দ/মিনিট টাইপিং গতি।

ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্সে অভিজ্ঞতা।

৩. পদের নামঃ টেকনিশিয়ান
গ্রেডঃ ১৪

পদ সংখ্যাঃ ০১

বেতন স্কেলঃ ১০,২০০–২৪,৬৮০ টাকা

যোগ্যতাঃ

এইচএসসি বা সমমান পাস।

সংশ্লিষ্ট ট্রেডে সার্টিফিকেট কোর্স সম্পন্ন।

৪. পদের নামঃ কম্পাউন্ডার/ফার্মাসিস্ট
গ্রেডঃ
১৪

পদ সংখ্যাঃ ০১

বেতন স্কেলঃ ১০,২০০–২৪,৬৮০ টাকা

যোগ্যতাঃ

এসএসসি বা সমমান পাস।

স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ফার্মাসিস্ট কোর্সে সার্টিফিকেটধারী।

৫. পদের নামঃ ড্রাফটসম্যান
গ্রেডঃ
১৫

পদ সংখ্যাঃ ০২

বেতন স্কেলঃ ৯,৭০০–২৩,৪৯০ টাকা

যোগ্যতাঃ

ইনস্টিটিউট থেকে কমপক্ষে ৬ মাসের ড্রাফটসম্যানশিপ সার্টিফিকেট।

৬. পদের নামঃ পোস্টাল অপারেটর
গ্রেডঃ
১৫

পদ সংখ্যাঃ ১০৪

বেতন স্কেলঃ ৯,৭০০–২৩,৪৯০ টাকা

যোগ্যতাঃ

এইচএসসি বা সমমান পাস (দ্বিতীয় বিভাগ/সমমান জিপিএ)।

৭. পদের নামঃ মেইল অপারেটর
গ্রেডঃ
১৫

পদ সংখ্যাঃ ৫৩

বেতন স্কেলঃ ৯,৭০০–২৩,৪৯০ টাকা

যোগ্যতাঃ

এইচএসসি বা সমমান পাস।

৮. পদের নামঃ ড্রাইভার (হালকা)
গ্রেডঃ
১৬

পদ সংখ্যাঃ ০৪

বেতন স্কেলঃ ৯,৩০০–২২,৪৯০ টাকা

যোগ্যতাঃ

এসএসসি পাস + বৈধ ড্রাইভিং লাইসেন্স।

হালকা/ভারী গাড়ি চালনায় ২ বছরের অভিজ্ঞতা।

৯. পদের নামঃ কম্পিউটার মুদ্রাক্ষরিক (টাইপিস্ট)
গ্রেডঃ
১৬

পদ সংখ্যাঃ ০৩

বেতন স্কেলঃ ৯,৩০০–২২,৪৯০ টাকা

যোগ্যতাঃ

এইচএসসি পাস (দ্বিতীয় বিভাগ/সমমান জিপিএ)।

কম্পিউটারে ইংরেজি ও বাংলায় ২০ শব্দ/মিনিট গতি।

ওয়ার্ড প্রসেসিং, ই-মেইলে দক্ষতা।

১০. পদের নামঃ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
গ্রেডঃ
১৬

পদ সংখ্যাঃ ০৩

বেতন স্কেলঃ ৯,৩০০–২২,৪৯০ টাকা

যোগ্যতাঃ

এইচএসসি পাস (দ্বিতীয় বিভাগ/সমমান জিপিএ)।

কম্পিউটারে ইংরেজি ও বাংলায় ২০ শব্দ/মিনিট গতি।

১১. পদের নামঃ কার্পেন্টার
গ্রেডঃ
১৬

পদ সংখ্যাঃ ০১

বেতন স্কেলঃ ৯,৩০০–২২,৪৯০ টাকা

যোগ্যতাঃ

এসএসসি পাস + কার্পেন্ট্রি ট্রেড কোর্স।

সংশ্লিষ্ট কাজে ৩ বছরের অভিজ্ঞতা।

১২. পদের নামঃ মিডওয়াইফ
গ্রেডঃ
১৬

পদ সংখ্যাঃ ০১

বেতন স্কেলঃ ৯,৩০০–২২,৪৯০ টাকা

যোগ্যতাঃ

এসএসসি পাস + মিডওয়াইফারিতে ১ বছরের সার্টিফিকেট কোর্স।

১৩. পদের নামঃ পোস্টম্যান
গ্রেডঃ
১৭

পদ সংখ্যাঃ ১২

বেতন স্কেলঃ ৯,০০০–২১,৮০০ টাকা

যোগ্যতাঃ

এসএসসি পাস (দ্বিতীয় বিভাগ/সমমান জিপিএ)।

১৪. পদের নামঃ মেইল গার্ড
গ্রেডঃ ১৭

পদ সংখ্যাঃ ০৫

বেতন স্কেলঃ ৯,০০০–২১,৮০০ টাকা

যোগ্যতাঃ

এসএসসি পাস (দ্বিতীয় বিভাগ/সমমান জিপিএ)।

১৫. পদের নামঃ স্ট্যাম্প ভেন্ডার
গ্রেডঃ ১৮

পদ সংখ্যাঃ ০২

বেতন স্কেলঃ ৮,৮০০–২১,৩১০ টাকা

যোগ্যতাঃ

এসএসসি পাস + সংশ্লিষ্ট কাজে ৩ বছরের অভিজ্ঞতা।

১৬. পদের নামঃ আর্মড গার্ড
গ্রেডঃ ১৯

পদ সংখ্যাঃ ০১

বেতন স্কেলঃ ৮,৫০০–২০,৫৭০ টাকা

যোগ্যতাঃ

এসএসসি পাস + অস্ত্রচালনায় প্রশিক্ষণপ্রাপ্ত।

১৭. পদের নামঃ প্যাকার
গ্রেডঃ ১৯

পদ সংখ্যাঃ ২৬

বেতন স্কেলঃ ৮,৫০০–২০,৫৭০ টাকা

যোগ্যতাঃ

এসএসসি পাস + সুস্বাস্থ্য।

১৮. পদের নামঃ মেইল ক্যারিয়ার
গ্রেডঃ ১৯

পদ সংখ্যাঃ ১২৬

বেতন স্কেলঃ ৮,৫০০–২০,৫৭০ টাকা

যোগ্যতাঃ

এসএসসি পাস + সুস্বাস্থ্য।

১৯. পদের নামঃ প্যাকার কাম মেইল ক্যারিয়ার
গ্রেডঃ ১৯

পদ সংখ্যাঃ ৩০

বেতন স্কেলঃ ৮,৫০০–২০,৫৭০ টাকা

যোগ্যতাঃ

এসএসসি পাস + সুস্বাস্থ্য।

২০. পদের নামঃ অফিস সহায়ক (এমএলএসএস)
গ্রেডঃ ২০

পদ সংখ্যাঃ ১৬

বেতন স্কেলঃ ৮,২৫০–২০,০১০ টাকা

যোগ্যতাঃ

এসএসসি পাস।

২১. পদের নামঃ বাবুর্চি/অ্যাটেনডেন্ট
গ্রেডঃ ২০

পদ সংখ্যাঃ ০১

বেতন স্কেলঃ ৮,২৫০–২০,০১০ টাকা

যোগ্যতাঃ

অষ্টম শ্রেণি/জেএসসি পাস + রান্নার অভিজ্ঞতা + সুস্বাস্থ্য।

২২. পদের নামঃ গার্ডেনার
গ্রেডঃ ২০

পদ সংখ্যাঃ ০১

বেতন স্কেলঃ ৮,২৫০–২০,০১০ টাকা

যোগ্যতাঃ

অষ্টম শ্রেণি/জেএসসি পাস + বাগান পরিচর্যায় অভিজ্ঞতা।

২৩. পদের নামঃ পরিচ্ছন্নতাকর্মী (সুইপার)
গ্রেডঃ ২০

পদ সংখ্যাঃ ১০

বেতন স্কেলঃ ৮,২৫০–২০,০১০ টাকা

যোগ্যতাঃ

অষ্টম শ্রেণি/জেএসসি পাস।

২৪. পদের নামঃ রানার
গ্রেডঃ ২০

পদ সংখ্যাঃ ৮৬

বেতন স্কেলঃ ৮,২৫০–২০,০১০ টাকা

যোগ্যতাঃ

এসএসসি পাস + সুস্বাস্থ্য।

২৫. পদের নামঃ নিরাপত্তাপ্রহরী
গ্রেডঃ ২০

পদ সংখ্যাঃ ০৭

বেতন স্কেলঃ ৮,২৫০–২০,০১০ টাকা

যোগ্যতাঃ

এসএসসি পাস + সুস্বাস্থ্য।

প্রয়োজনীয় ডকুমেন্ট এবং ফিঃ

১. স্ক্যান কপি: পাসপোর্ট সাইজের ছবি, স্বাক্ষর, শিক্ষাগত সনদ ও জাতীয় পরিচয়পত্র।
২. মোবাইল নম্বর ও ই-মেইল আইডি সক্রিয় রাখুন।
৩. ফি জমা:

  • ১–১২ নম্বর পদ: ১১২ টাকা (১০০ টাকা ফি + ১২ টাকা চার্জ)।
  • ১৩–২৫ নম্বর পদ: ৫৬ টাকা (৫০ টাকা ফি + ৬ টাকা চার্জ)।
  • প্রতিবন্ধী/ক্ষুদ্র জাতিগোষ্ঠী: ৫৬ টাকা।
  • টেলিটক প্রিপেইড থেকে SMS-এর মাধ্যমে ফি জমা দিন।

ডাক বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ – কিভাবে আবেদন করবেন ?

আবেদনের লিঙ্কঃ

আবেদন শুরু ২৫ ফেব্রুয়ারি ২০২৫ থেকে এবং শেষ ২০ মার্চ ২০২৫ বিকেল ৫টায় ।

ডাক বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ – Ofiicial Circular PDF

বাংলাদেশ পোস্ট অফিস নিয়োগ বিজ্ঞপ্তি এর পিডিএফ ডাউনলোড করতে নিচের লিঙ্কে ক্লিক করুন।

বাংলাদেশ পোস্ট অফিস নিয়োগ বিজ্ঞপ্তি ডাউনলোড করুন- Download Dak Bivag Job Circular 2025

About The Author

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *