Table of Contents
বর্ডার গার্ড বাংলাদেশ/বিজিবির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে । বিজিবি হলো সীমান্ত রক্ষাকারী সরকারী প্রতিষ্ঠান যারা নানা রকম দেশ রক্ষার কার্যক্রম পরিচালনা করে থাকে যেমন চোরাচালান, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ, মানব পাচার প্রতিরোধ সহ সুরক্ষা মুলক কাজ সমূহ। আপনি যদি একজন বিজিবির একজন সন্মানিত সিপাহী হতে আগ্রহী হোন তাহলে আজকের পোস্টটি আপনার জন্য । এই পোস্টে বিজিবি বা বর্ডার গার্ড বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তি, শিক্ষাগত যোগ্যতা, কিভাবে আবেদন করবেন, প্রয়োজনীয় কাগজ পত্র সহ অন্যান্য সকল প্রকার দিক নির্দেশনা নিয়ে আমরা আলোচনা করবো।
Daraz Job Circular – Summary | |
প্রতিষ্ঠানের নামঃ | বর্ডার গার্ড বাংলাদেশ- Border Guard Bangladesh (বিজিবি) |
প্রতিষ্ঠানের ধরনঃ | সরকারি প্রতিষ্ঠান |
চাকরির পদের নামঃ | সিপাহি (জিডি) |
ব্যাচঃ | ১০৩ তম |
পদের সংখ্যাঃ | অনির্দিষ্ট |
চাকরির স্থানঃ | বাংলাদেশ |
আবেদন শুরু তারিখঃ | শুরু হয়েছে |
আবেদনের শেষ তারিখঃ | ১৯ সেপ্টেম্বর ২০২৪ |
আবেদন যোগ্যতাঃ | উচ্চমাধ্যমিক পাস |
বেতন গ্রেডঃ | ৯০০০ থেকে ২১৮০০ টাকা |
আবেদনের খরচঃ | ১০০ টাকা |
বয়স সীমাঃ | ১৮ থেকে ২৩ বছর |
অফিসিয়াল ওয়েবসাইটঃ | https://joinborderguard.bgb.gov.bd/ |
Border Guard Bangladesh Job Circular 2024
Border Guard Bangladesh এ চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে নিচের দেওয়া পিডিএফ ডাউনলোড করুন ।
বিজিবি নিয়োগ ২০২৪ সার্কুলার
পদের নামঃ সিপাহী (জিডি)
পদ সংখ্যাঃ অসংখ্য পদে নিয়োগ
বেতন স্কেলঃ ৯০০০ থেকে ২১৮০০ টাকা পর্যন্ত
চাকরির স্থানঃ Bangladesh (যে কোন স্থানে)
বৈবাহিক অবস্থাঃ অবশ্যই অবিবাহিত হতে হবে ( ডিভোর্স গ্রহণযোগ্য না )
শিক্ষাগত যোগ্যতাঃ SSC অথবা সমমান পরীক্ষায় নুন্যতম জিপিএ ৩.০০ পেয়ে উত্তীর্ণ হতে হবে, HSC অথবা সমমান পরীক্ষায় নুন্যতম জিপিএ ২.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে।
শারীরিক যোগ্যতাঃ
ক্রমিক | বিবরণ | পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে | মহিলা প্রার্থীদের ক্ষেত্রে |
---|---|---|---|
ক। | উচ্চতা | ১.৬৭৬ মিটার (৫’-৬”)ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে ১.৬২৫ মিটার (৫’-৪”) | ১.৫৭৪ মিটার (৫’-২”) ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে ১.৫২৪ মিটার (৫’-০”) |
খ। | ওজন | ৪৯.৮৯৫ কেজি (১১০ পাউন্ড) ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে ৪৭.১৭৩ কেজি (১০৪ পাউন্ড) | ৪৭.১৭৩ কেজি (১০৪ পাউন্ড) ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে ৪৩.৫৪৪ কেজি (৯৬ পাউন্ড) |
গ। | বুকের মাপ | স্বাভাবিক ৮১.২৮ সেমি (৩২ ইঞ্চি), স্ফিত ৮৬.৩৪ সেমি (৩৪ ইঞ্চি) ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে ৭৬.২০ সেমি (৩০ ইঞ্চি), স্ফিত ৮১.২৮ সেমি (৩২ ইঞ্চি) | স্বাভাবিক ৭১.১২ সেমি (২৮ ইঞ্চি), স্ফিত ৭৬.২০ সেমি (৩০ ইঞ্চি) |
ঘ। | দৃষ্টিশক্তি | ৬/৬ | ৬/৬ |
প্রয়োজনীয় ডকুমেন্টঃ
- এস এস সি এবং এইচ এস সি অথবা সমমান পাসের সার্টিফিকেট আনতে হবে
- SSC এবং HSC পাসকৃত প্রতিষ্ঠান থেকে প্রশংসা পত্র আনতে হবে ( প্রশংসা পত্রে অবশ্যই স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ উল্লেখ থাকতে হবে )
- অবিভাবকের অনুমতি পত্র আনতে হবে( অবশ্যই সত্যায়িত করতে হবে )
- নাগরিকত্ব সার্টিফিকেট
- ১ম শ্রেণীর গেজেটেড অফিসার থেকে চারিত্রিক সার্টিফিকেট সহ ফটোকপি আনতে হবে
- সদ্য তোলা ১১ কপি পাসপোর্ট সাইজের ছবি (নীল ব্যাকগ্রাউন্ড হতে হবে) – ১ কপি সত্যায়িত করতে হবে ও ১০ কপি সত্যায়িত ছাড়া আনতে হবে
- ওয়ার্ড কউন্সিলর / ইউনিয়ন পরিষদ/ পৌরসভা থেকে অবিবাহিত সার্টিফিকেট আনতে হবে
- ওরিজিনাল জাতীয় পরিচয় পত্র ও সত্যায়িত ফটোকপি আনতে হবে
বিজিবি তে সিপাহী হিসেবে কাজ করার সুবিধা সমূহঃ
- বেতন
- বাড়ি ভাড়া
- বাসস্থান
- ও বিধি মোতাবেক অন্যান্য সকল সুবিধা সমূহ
Border Guard Bangladesh – কিভাবে আবেদন করবেন ?
আবেদনের লিঙ্কঃ
চাকরি প্রার্থীকে অবশ্যই ১৯ সেপ্টেম্বর ২০২৪ তারিখের মধ্যে আবেদন করতে হবে । আবেদনের ক্ষেত্রে ওয়েবসাইটের ৬ টি ধাপ সম্পন্ন করে আবেদনটি করতে হবে ।
আবেদনের প্রস্তুতিঃ
আবেদনের ক্ষেত্রে ইমেইল/ ফোন নাম্বার ছবি প্রয়োজন হতে পারে যা আগে থেকেই ব্যবস্থা করতে হবে । নিজের প্রোফাইলের অবশ্যই ইউজার আইডি ও পাসওয়ার্ড সংরক্ষন করতে হবে । নিম্নে স্টেপ বাই স্টেপ বিজিবি তে আবেদনের পদ্ধতি দেওয়া হলো
এছাড়াও আবেদন সংক্রান্ত একটি ভিডিও নিচে দেওয়া হলো
আশা করি উপরের ভিডিও দেখে আরও স্পষ্ট বুঝতে পারবেন ।
বর্ডার গার্ড বাংলাদেশ নিয়োগ ২০২৪ -PDF
দারাজের ডেলিভারিম্যান নিয়োগ বিজ্ঞপ্তি এর পিডিএফ ডাউনলোড করতে নিচের লিঙ্কে ক্লিক করুন।
বিজিবি সার্কুলার ডাউনলোড করুন- Download BGB Job Circular 2024
বিজিবি বা বর্ডার গার্ড বাংলাদেশ হলো বাংলাদেশের একমাত্র সীমান্ত রক্ষাকারি বাহিনী যারা বাংলাদেশকে বহিঃশত্রু থেকে রক্ষা কাজে নিয়োজিত থাকে । বিজিবি/ Border Guard Bangladesh কে সিমান্তের অতন্দ্র প্রহরী বলা হয় । বিজিবি বাংলাদেশের সকল সীমান্ত এলাকায় নিরাপত্তা রক্ষার কাজ করে থাকে ।
hi
আমি যে কোনো একটা চাকরীর জনয আবেদন করলাম আমি ৪পাশ