এবার বৈষম্য মুলক আচরণ নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন রাবি সমন্নয়ক

এক ফেসবুক পোস্ট দিয়েছেন রাজশাহীতে আন্দোলনের নেতৃত্ব দেওয়া সমন্বয়ক সালাউদ্দিন আম্মার
এই পোস্টে তিনি সরকার গঠনে বৈষম্য নিয়ে বিস্ফোরক মন্তব্য করে একটি সমালোচনামূলক পোস্ট করেন জুলাই আগস্টের এই সমন্বয়ক নেতা। ছয় ঘন্টা আগের এক ফেসবুক পোস্টে তিনি ঢাকা ইউনিভার্সিটি এবং রাজশাহী ভার্সিটি জুলাই আগস্ট এর ভূমিকা নিয়ে এগিয়ে তিনি বলেন ,এছাড়াও তিনি বলেন “কেন্দ্রিয় সমন্নয়করা আন্দোলনের আগে ভাই ভাই করে পাগল হয়ে যেতো আর এখন ২/৩জন বাদে বাকিদের আচারন দেখলে মনে হয় উত্তরবঙ্গের মানুষকে মাঠে নিয়ে নামাটা আমাদের ভুল ছিলো”
আন্দোলনে রাবি-
আন্দোলন শুরু-
রাবি – ৫জুন
ঢাবি – ৫জুন
রাবি – ৮জুন
ঢাবি – নাই
হল ছাত্রলীগ মুক্ত-
রাবি – ১৬জুলাই
ঢাবি -১৬জুলাই
তুমি কে আমি কে শ্লোগান –
রাবি- ১৫ জুলাই
ঢাবি -১৫জুলাই
সব থেমে গিয়ে কারফিউয়ের সময় যখন গোটা বাংলাদেশ নিস্তব্ধ তখন উত্তরবঙ্গের ১০০ সন্তান নিয়ে মাঠে নামলাম আমরা-
Shame shame dictator
(সারাদেশ আবার জাগ্রত হয়ে গেলো যেটার ক্রেডিটও ঢাকা বিশ্ববিদ্যালয় দিবেনা কখনো।
বিজয়ের পরে সব জেলার আগে শহীদ ভাইদের তালিকা অ আহত ভাইদের সকল তালিকা –
রাবি- ৮তারিখ তালিকা করা শেষ
ঢাবি- এখনো নেই
এবার আসি ফলাফল-
ছাত্র থেকে উপদেষ্টা ,পিএস-
রাবি – ০
ঢাবি – ৩জন
শিক্ষক থেকে উপদেষ্টা –
রাবি -০
বিভিন্ন উচ্চপদে –
রাবি -০
ক্রেডিটে –
রাবি -০
(কেন্দ্রিয় সমন্নয়করা আন্দোলনের আগে ভাই ভাই করে পাগল হয়ে যেতো আর এখন ২/৩জন বাদে বাকিদের আচারন দেখলে মনে হয় উত্তরবঙ্গের মানুষকে মাঠে নিয়ে নামাটা আমাদের ভুল ছিলো)
ভুলকে ভুল বলার জন্য জন্ম হোক সবার।
ধন্যবাদ
এছাড়াও তিনি ফেসবুক পোস্ট এর কমেন্টে জানান “রাজশাহী বিশ্ববিদ্যালয় ,রুয়েট বন্ধ হয়ে যাওয়ার পর রাজশাহীর বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরাই ছিলো বাকি পুরো আন্দোলনের প্রান। আমরা কতজনই বা ছিলাম বিশ্ববিদ্যালয়ের। গোটা উত্তরবঙ্গ প্রকম্পিত করেছিলো রাজশাহীবাসী।
এখানে শুধু রাবি বলার উদ্দেশ্য হলো – ঢাবি সিন্ডিকেটের কারনে উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ রাজশাহী বিদ্যালয়ের উপর বৈষম্য তুলে ধরা”