রাজশাহী তে তিন নেতা কে অব্যাহতি দিলো বিএনপি
তিন ছাত্রদল নেতাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে শনিবার সন্ধ্যায় দলটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অব্যাহতি পাওয়া নেতারা হলেন- বাগমারা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহব্বত হোসেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আহসান হাবীব। তাদের দলের সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এছাড়া, শৃঙ্খলা পরিপন্থী কাজের অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা হাসিবুল ইসলাম হাসিবকে দলের প্রাথমিক সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এই তিন নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার বিষয়টি অনুমোদন করেছেন।
এদিকে, বাগমারা উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক কামাল হোসেন জানান, কিছুদিন আগে মহব্বত হোসেন দলবলসহ গণিপুর ইউনিয়নের পোড়াকয়া গ্রামের একটি ব্যক্তি মালিকানার পুকুর জবরদখল করে মাছ লুট করেন। মাছ লুটের সময় এলাকাবাসী তাকে ধরে ফেলেন এবং পুকুরের মালিক থানায় অভিযোগ করেন। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় কেন্দ্রীয় ছাত্রদল তাকে অব্যাহতি দেয়। তবে মহব্বত হোসেনের প্রতিক্রিয়া জানার চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
অন্যদিকে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যুগ্ম আহ্বায়ক আহসান হাবীব ও ছাত্রদল নেতা হাসিবুল ইসলাম হাসিবের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের ফোন বন্ধ থাকায় মন্তব্য পাওয়া সম্ভব হয়নি। রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম সরকার জানান, সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।