বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ ২০২৪- Bangladesh Police circular 2024

0

পুলিশ রিক্রুট কনস্টেবল নিয়োগ ২০২৪

শুরু হয়েছে বাংলাদেশ পুলিশের কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ বিজ্ঞপ্তি । বাংলাদেশ পুলিশের অফিশিয়াল ওয়েবসাইটের নিয়োগ বিজ্ঞপ্তি সেকশনে তে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ।

প্রতিষ্ঠানের নামঃবাংলাদেশ পুলিশ
প্রতিষ্ঠানের ধরনঃসরকারি চাকরি
চাকরির পদের নামঃ পুলিশ কনস্টেবল
পদের সংখ্যাঃ৯০০০/নয় হাজার জন
চাকরির স্থানঃবাংলাদেশ ( পোস্টিং এর উপরে নির্ভর )
আবেদন শুরু তারিখঃসকাল ১০ টা- ১৮ জানুয়ারি ২০২৪
আবেদনের শেষ তারিখঃ বিকাল ৫টা- ০৭ ফেব্রুয়ারি ২০২৪
আবেদন যোগ্যতাঃ মাধ্যমিক/SSC উত্তীর্ণ
বেতন গ্রেডঃ ১৭
আবেদনের খরচঃ ৪০ টাকা
বয়স সীমাঃ১৮-২০ বছর ।
নিয়োগ লিঙ্কঃবাংলাদেশ পুলিশ নিয়োগ

পুলিশ নিয়োগের প্রস্তুতি কিভাবে নিবো ?

পুলিশ চাকরির প্রস্তুতি নিতে রকমারি থেকে বইটি কিনুন । পুলিশ কনস্টেবল নিয়োগ সহায়িকা: কিনুন

পুলিশ নিয়োগ ২০২৪ সার্কুলার কবে দিবে?

বাংলাদেশ পুলিশ ইতোমধ্যেই তাদের ওয়েবসাইটে কনস্টেবল নিয়োগের সার্কুলার প্রকাশ করেছে । আবেদনের তারিখ সকাল ১০ টা- ১৮ জানুয়ারি ২০২৪ থেকে বিকাল ৫টা- ০৭ ফেব্রুয়ারি ২০২৪ ।

বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ ২০২৪ যোগ্যতা কিঃ

প্রার্থীর যোগ্যতাঃ
১। বয়স সীমাঃ ১৮ – ২০ বছর হতে হবে । ( যে সকল প্রার্থীর বয়স ০৭ ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত বর্ণিত বয়স সীমার মধ্যে থাকবে তারা আবেদন করতে পারবে। এক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটার ও অন্যান্য কোটার জন্য বিদ্যমান কোটা পদ্ধতি অনুসৃত হবে )
শিক্ষাগত যোগ্যতাঃ মাধ্যমিক/ SSC অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে । কমপক্ষে জিপিএ ২.৫ অথবা সমমান হতে হবে ।
৩। জাতীয়তাঃ বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে ।
৪। বিবাহিত অবস্থাঃ অবিবাহিত হতে হবে (তালাকপ্রাপ্ত /তালাকপ্রাপ্তা হওয়া যাবেনা ।)

৫। শারীরিক মাপঃ
পুরুষ প্রার্থীর উচ্চতাঃ
সাধারণ ও অন্যান্য কোটার ক্ষেত্রে ৫ ফুট ৬ ইঞ্চি । ক্ষুদ্র- নৃগোষ্ঠী ও মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি ।
পুরুষ প্রার্থীর বুকের মাপঃ সাধারণ ও অন্যান্য কোটার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ৩১ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩৩ ইঞ্চি হতে হবে । মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩১ ইঞ্চি ।
পুরুষ প্রার্থীর ওজনঃ বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে ।
পুরুষ প্রার্থীর দৃষ্টিশক্তিঃ ৬/৬ হতে হবে ।

নারী প্রার্থীর উচ্চতাঃ সাধারণ ও অন্যান্য কোটার ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি । ক্ষুদ্র- নৃগোষ্ঠী ও মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে ৫ ফুট ২ ইঞ্চি ।
নারী প্রার্থীর বুকের মাপঃ
নারী প্রার্থীর ওজনঃ বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে ।
নারী প্রার্থীর দৃষ্টিশক্তিঃ ৬/৬ হতে হবে ।

কিভাবে আবেদন করবেন?

আবেদনের ক্ষেত্রে টেলিটক ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে । নিচের ছবি দেখে আবেদন করুন ।

কিভাবে পুলিশ নিয়োগ ২০২৪ এ আবেদন করবেন
১। শুরুতেই যে কোন ব্রাউজারে http://police.teletalk.com.bd প্রবেশ করতে হবে ।
২। এবার সিলেক্ট করুন Trainee Recruit Constable [TRC]

৩। এরপর সিলেক্ট করুন Appplication form

৪। এইধাপে সিলেক্ট করুন Trainee Recruit Constable


৫। এইধাপে ফর্মটি যথাযথ ইনফরমেশন নিয়ে পুরন করুন এবং পরের ধাপে যাওয়ার জন্য Next বাটনে চাপ দিন ।


৬। এখন আপনার সুন্দর এবং পরিস্কার ছবি এবং সিগনেচার যুক্ত করুন অফিশিয়াল সাইজ হলো (সর্বোচ্চ ১০০ কেবি , সিগনেচারের সর্বোচ্চ ৬০ কেবি হতে হবে)


৭। এবার Submit বাটনে চেপে আবেদন জমা করুন এবং প্রিন্ট করে সংরক্ষন করুন ।

কিভাবে ফি জমা দিবেন ?

১ম SMS: POLICE <স্পেস> আপনার ইউজার আইডি লিখে পাঠিয়ে দিন 16222 নম্বরে।
যেমনঃ POLICE ABC পাঠাতে হবে 16222 নাম্বারে।
ফিরতি এস এম এসের মাধ্যমে আপনি একটি পিন পাবেন । সাথে আপনাকে জানাবে কিভাবে দ্বিতীয় এস এস এস করবেন ।
২য় SMS: POLICE <স্পেস> Yes <স্পেস>Pin পাঠাবেন 16222 নাম্বারে ।
পরবর্তীতে এস এম এসের মাধ্যমে বাংলাদেশ পুলিশ থেকে অভিনন্দন মেসেজ পাবেন ।

নিচে অফিসিয়াল ছবি যুক্ত করা আছে ।

বাংলাদেশ পুলিশের নির্বাচন পদ্ধতি কি ?

বাংলাদেশ পুলিশের কিছু প্রার্থী বাছাই পক্রিয়া রয়েছে যার মাধ্যমে প্রার্থী নির্বাচন করে থাকে ।

বাংলাদেশ পুলিশে নিয়োগ পেতে যে সকল কাগজপত্রের প্রয়োজন হয়

বাংলাদেশ পুলিশে নিয়োগের ক্ষেত্রে যে সকল সনদ/Documents এর প্রয়োজন হয় ।

বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ ২০২৪ Download করুন

বাংলাদেশ পুলিশের অফিশিয়াল নিয়োগপত্র Download করতে ক্লিক করুন: নিয়োগপত্র ডাউনলোড

পুলিশ কনস্টেবল নিয়োগ ২০২৪ কোন জেলায় কতজন নিবে?

About The Author

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *