টুকরা ইলিশও কেনা যাবে রাজশাহীতে

রাজশাহীতে গরিব মানুষের জন্য ইলিশ মাছ কেনা সহজ করতে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী বৃহস্পতিবার থেকে রাজশাহীর সাহেববাজার মাছবাজারে ইলিশ কেটে বিক্রি করা হবে। ইলিশের দাম অনেকের নাগালের বাইরে থাকায় পুরো ইলিশ কেনা কঠিন হয়ে পড়েছে, তাই কেউ চাইলে এক টুকরাও কিনতে পারবেন।
রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদ ও ব্যবসায়ী ঐক্য পরিষদ এই সিদ্ধান্ত নিয়েছে। তারা বলেছে, অনেক গরিব মানুষ আছেন যারা বছরে একবারও ইলিশ খেতে পারেন না। এই উদ্যোগের মাধ্যমে তাদের জন্য ইলিশ কেনা সহজ হবে। পাশাপাশি দুর্গাপূজার সময় হওয়ায় এই উদ্যোগ নেওয়া হয়েছে যাতে মানুষ এই সময়ে ইলিশের স্বাদ নিতে পারেন।
এই পরিকল্পনার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে বৃহস্পতিবার সকাল ১১টায় সাহেববাজার মাছবাজারে। ইলিশের কেজি অনুযায়ী টুকরার দাম নির্ধারণ করা হবে এবং সেই দামেই বিক্রি করা হবে বলে জানিয়েছেন রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সেকেন্দার আলী।
তিনি আরও জানান, এই উদ্যোগকে সবার মাঝে ছড়িয়ে দিতে সামাজিক মাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে।